জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
মঙ্গলবার রাতে পুজোর সময় গাছটির মোটা ডাল ভেঙে পড়ে। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান কয়েকশো দর্শনার্থী। পুজো প্যান্ডেলের উপর গাছের ডাল পড়ে সমস্ত কিছু ভেঙে যায়। মন্দিরে ঢোকার রাস্তা বন্ধ হয়ে যায়। পুজোয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিস ও সিভিকরাও অল্পের জন্য রক্ষা পেয়েছেন। বুনিয়াদপুর দমকল কেন্দ্রের কর্মীরা ঘটনাস্থলে আসেন। অভিযোগ, দমকল বাহিনী দড়ি ও করাত না আনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এরপর পুরসভার কর্মীরা গাছের ডাল কাটতে করাত নিয়ে আসেন। কিন্তু সেই করাতও কিছুক্ষণের মধ্যে অকেজো হয়ে যায়। পরে স্থানীয়রাই ভাড়া করে করাত এনে গাছের কিছু ডাল কেটে শহরের রাস্তা সচল করে। তবে মন্দির চত্বরে এখনও গাছের মোটা ভাঙা ডাল আটকে রয়েছে বিপজ্জনকভাবে।
শহরবাসীর অনেকেরই অভিযোগ, দমকল ও বুনিয়াদপুর পুরসভা উদ্ধারকাজে এসে কার্যত দর্শকের ভূমিকায় ছিল। বুনিয়াদপুর দমকল কেন্দ্রের ওসি শান্তনু মজুমদার বলেন, আমরা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। বুনিয়াদপুর পুরসভার প্রশাসক জয়ন্ত কুণ্ডু বলেন, শুনলাম, লাইট ছাড়া দমকলের কাছে কিছুই নেই বিপর্যয় মোকাবিলার জন্য। স্থানীয় বাসিন্দা সন্তু মিশ্র বলেন, ঘটনার পর মন্দির কমিটির কাউকে খুঁজে পাওয়া যায়নি। আমরাই উদ্ধারে হাত লাগাই। সন্তুর সংযোজন, দমকলের করাত নেই। আর পুরসভার করাত কাটে না। পরে ভাড়া করে করাত এনে গাছের মোটা ডাল কেটে মানুষের প্রাণ বাঁচানো হয়।