জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
মাথাভাঙা শহরের জনবহুল এলাকা শনিমন্দির মোড় থেকে পোস্টঅফিস মোড় পর্যন্ত রাস্তার পাশের দোকানঘর কয়েক ফুট পিছিয়ে দেওয়ার নির্দেশিকা জারি করেছিল পুরসভা। একইসঙ্গে শনিমন্দির মোড় থেকে চৌপথি পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে একাধিকবার অভিযান চালানো হয়েছে। কিন্তু দোকানঘর পিছিয়ে দেওয়া বা ফুটপাতে সামগ্রী না রাখা, কোনওটাই মানেনি কেউই। পুরসভাও এনিয়ে কোনও উচ্চবাচ্য করেনি। পরবর্তীতে পদক্ষেপ নেওয়ার বিষয়ে মহকুমা প্রশাসন কোনও নির্দেশ দেয়নি। ফলে মাথাভাঙা শহরের যানজট সমস্যা একইরকম রয়েছে। অফিস টাইমে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচলতি মানুষজনকে। সমস্যায় পড়ছে স্কুল-কলেজের পড়ুয়ারাও।
মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক বলেন, শহরকে যানজটমুক্ত করতে আমরা লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিছু ব্যবসায়ী পুরসভা ও মহকুমা প্রশাসনের নির্দেশ মানছেন না। শিবরাত্রি মেলার পরই আমরা এনিয়ে আলোচনা করে কড়া পদক্ষেপ গ্রহণ করব।
মাথাভাঙার মহকুমা শাসক নবনীত মিত্তল বলেন, ফুটপাত দখলমুক্ত করতে পুরসভা ও পুলিসকে নিয়ে অভিযান করা হয়েছে। আবারও এনিয়ে পদক্ষেপ নেওয়া হবে।
- নিজস্ব চিত্র।