সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ। ... বিশদ
গ্রামবাসী রাজু সোরেন বলেন, আমাদের সাব সেন্টার থেকে ছোট হাঁসদা পাড়ার প্রায় এক কিমি রাস্তা বেহাল। মাঝে কিছু অংশ পাকা হয়েছে। বাকি রাস্তা কাঁচা থাকায় চলাফেরা করতে খুবই ভোগান্তি হয়। এলাকায় দুটি সাবমার্সিবলের মধ্যে একটি নষ্ট হয়েছে। অন্যটি থেকে সবাই জল নেন বলে চাপ বাড়ে। গ্রামে আলো না থাকার কথাও জেলাশাসককে জানিয়েছি। তিনি জয়েন্ট বিডিওকে সব জানাতে বলেছেন।
এদিন জেলাশাসক বলেন, সব সমস্যা নোট করে ফোন নম্বর নেওয়া হয়েছে। সমস্যা খতিয়ে দেখা হবে।
বিশেষ ক্যাম্পে একাধিক আদিবাসীর সঙ্গে কথা বলেন ডিভিশনাল কমিশনার। এদিন কৃষক বন্ধুর ডেথ বেনিফিট ফর্ম ফিলআপ করতে এসে গীতা সোরেন, ভরতি রায় জেলাশাসকের সামনে কেঁদে ফেলেন। খোদ জেলাশাসক তাঁদের নির্দিষ্ট প্রকল্পের ফর্ম পূরণে সাহায্য করেছেন। ওই মহিলারা বলেন, কৃষক বন্ধু প্রকল্পে ২ লক্ষ টাকা পাওয়া যায় আমরা জানতাম না। এদিন ফর্ম পূরণ করেছি। টাকা পেলে উপকার হবে।
গাজোলের জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল বলেন, দুটি প্রত্যন্ত গ্রামে প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা এসেছিলেন। সুষ্ঠুভাবে ক্যাম্পগুলি শেষ হয়েছে।