সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ। ... বিশদ
সুদর্শননগর থেকে বাইক নিয়ে চকহার মামার বাড়ি ঘুরতে যাচ্ছিলেন বাপন। ধুমসাদিঘি - হরিরামপুর রাজ্য সড়কের চকাহার ব্রিজের পাশে একটি লরির সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনায় জখম হন বাইক চালক। স্থানীয়রা যুবককে উদ্ধার করে বংশীহারি রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। পুলিস বাইকটি থানায় নিয়ে এলেও লরিটি পালিয়ে যায়। পুলিস মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে পুলিস।