সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ। ... বিশদ
কলেজের অধ্যক্ষ অনিরুদ্ধ চক্রবর্তী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দিক থেকে পরীক্ষার ফি কমানোর তত্পরতার জন্য এই বিভ্রান্তি। শুক্রবার রাতে এবিষয়ে আমাদের জানানো হয়েছিল বলে রাতে কলেজের ওয়েবসাইটে তা সংশোধন করা হয়নি। প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুত ফের ফি নেওয়া শুরু হবে।
মানিকচক কলেজে পড়ুয়ার সংখ্যা তিন হাজারের বেশি। কিছুদিন আগে প্রথম ও তৃতীয় সেমেস্টারের ছাত্রছাত্রীদের পরীক্ষার ফি নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু শুরুতেই দেখা যায় একলাফে ফি ৪৫০ টাকা বাড়িয়ে ১৪২০ করা হয়েছিল। যার ফলে দুশ্চিন্তা বাড়ে প্রত্যন্ত গ্রামের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের। এমনকী সময়সীমা পার হয়ে গেলে অতিরিক্ত ৩০০ টাকা দিতে হবে বলে ভয়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই অনলাইনে ফি দিতে শুরু করেন ছাত্রছাত্রীরা। শনিবার সকাল থেকে শুরু হয় বিভ্রান্তি। এদিন আবেদন করতে এসে ছাত্রছাত্রীরা দেখেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রথম ও তৃতীয় সেমেস্টারের পরীক্ষার ফি বাবদ দেখানো হচ্ছে ১০২০ এবং ১২২০। কিন্তু মানিকচক কলেজের ওয়েবসাইটে পরীক্ষার ফি দেখাচ্ছিল ১৪২০ টাকা। হতচকিত পড়ুয়ারা বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানান। দেখা মাত্রই মানিকচক কলেজের ওয়েবসাইটে পরীক্ষার ফি জমা নেওয়ার প্রক্রিয়া বন্ধ করা হয়। কলেজের পড়ুয়া মাম্পি খাতুন বলেন, কয়েকমাস আগে দ্বিতীয় সেমেস্টারের ফি বাবদ ৯৭০ টাকা জমা দিয়ে পরীক্ষা দিয়েছি। এখন তৃতীয় সেমেস্টারের ফি বাড়িয়ে একেবারে ১৪২০ টাকা নেওয়া হচ্ছে। প্রথমে বাড়তি টাকা দিতে অস্বীকার করে পরিবার। পরে দিলেও এভাবে ফি বাড়তে থাকলে পড়াশোনা করা মুশকিল হয়ে দাঁড়াবে আমাদের।
মানিকচক ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আশীষ মণ্ডলের কথায়, বর্ধিত ফি নিয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন দেওয়ার পর কমাতে তৎপর হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যার ফলে ওয়েবসাইটে এই বিভ্রান্তি দেখা দিয়েছে। যে সমস্ত পড়ুয়ারা বেশি টাকা দিয়ে ফর্ম জমা দিয়েছে, তাদের ফেরত দেওয়ার আবেদন করব। নিজস্ব চিত্র