সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ। ... বিশদ
রবি ও সোমবার স্কুল, কলেজ থেকে ক্লাব, ঘর- সব জায়গায় বিদ্যার দেবীর আরাধনা। কয়েকদিন ধরে কুমোরটুলি সহ বিভিন্ন দশকর্মা ভাণ্ডারে বিক্রি হল মাটি ও ছাঁচের সরস্বতী প্রতিমার। কিন্তু এবারে হিট ছাঁচের প্রতিমা। দাম বেশি হওয়ায় বিক্রি তুলনামূলক কম হাতে তৈরি প্রতিমার। ব্যবসায়ী ও মৃৎশিল্পীদের কথায়, ছাঁচের প্রতিমা তৈরিতে শ্রম ও খরচ অনেক কম। সময় কম লাগে। ফলে দামও ক্রেতাদের হাতের নাগালে। বাজারে ছাঁচের প্রতিমা বিভিন্ন সাইজের পাওয়া যাচ্ছে। দাম ৫০ থেকে ৪০০ টাকার মধ্যে। অতনু দাস নামে এক দোকানদার জানান, বাড়ির পুজোর জন্য কম দামে ছোট ছাঁচের প্রতিমার চাহিদাই বেশি। তিনি কয়েকশো ছাঁচের প্রতিমা বিক্রি করেছেন।
মৃৎশিল্পীরা বলছেন, হাতে তৈরি মাটির প্রতিমার দাম শুরু ৫০০ টাকা থেকে। বড় প্রতিমার দাম চার থেকে পাঁচ হাজার টাকা। কারণ, প্রতিমার সাজ, পোশাক, রঙ থাকে। পরিশ্রমও বেশি।
হাতে তৈরি প্রতিমার অর্ডারও অন্য বছরের তুলনায় অনেক কম পেয়েছেন মৃৎশিল্পীরা। মৃৎশিল্পী দিলীপ পাল জানান, ছাঁচের প্রতিমার তৈরির তুলনায় মাটির প্রতিমা তৈরিতে খাটনি ও খরচ অনেক বেশি। লাভ কম। একটি প্রতিমা বিক্রি করে লাভ ১০০ থেকে ৪০০ টাকা। এদিকে দাম অনেক কম থাকায় ক্রেতারা ছাঁচের প্রতিমাই বাড়ি নিয়ে যাচ্ছেন। উত্তম দাস নামে এক ক্রেতা বলেন, দাম অনেক কম। তাই বাড়ির জন্য ছাঁচের প্রতিমা নিলাম।