সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ। ... বিশদ
ওকরাবাড়ি আলা বকস উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ৩২৬০ জন। তারমধ্যে সংখ্যালঘু ছাত্রছাত্রীর সংখ্যা ২৫৪৫। সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকায় বিদ্যালয়ে প্রতি বছর সরস্বতী পুজো হয়। ছাত্রছাত্রীরা চাঁদা দেয়। বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় সরস্বতী পুজোর পাশাপাশি মিলাদ অনুষ্ঠিত হয় এই বিদ্যালয়ে।
বিদ্যালয়ের ছাত্রী শ্রাবন্তী রায় বলে, লক্ষ্মীপুজোয় আলপনা এঁকেছি প্রথম। ইউটিউবে ভিডিও দেখে আলপনা আঁকা শিখেছি। এবারে বিদ্যালয়ের সরস্বতী পুজোয় প্রথম আলপনা আঁকছি। বিদ্যালয়ের অন্য ছাত্রী আলমিনা খাতুন বলে, ঈদের সময় হাতে মেহেন্দি আঁকতে ভালো লাগত। এদিন বিদ্যালয়ে বান্ধবীদের আলপনা আঁকা দেখে তাদের সঙ্গে সহযোগিতা করেছি। চক দিয়ে আলপনা এঁকেছি বিদ্যালয়ে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নবিউল ইসলাম বলেন, বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সহযোগিতায় প্রতি বছর সরস্বতী পুজো ও মিলাদ-উন-নবী অনুষ্ঠিত হয়। শনিবার ছাত্রীরা আলপনা আঁকায় ব্যস্ত এবং ছাত্ররা কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে এসেছে শনিবার।