সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: জাতীয় সড়কের ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী ফেলে চলছে ব্যবসা। উদাসীন প্রশাসন। হরিশ্চন্দ্রপুরগামী ৩১ নং জাতীয় সড়কে হরিশ্চন্দ্রপুর কলেজের সামনে ফুটপাত দখল হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকে। স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিন ধরে পিপলা ব্রিজের কাছে হরিশ্চন্দ্রপুর কলেজের সামনে জাতীয় সড়কের পূর্বধারে ফুটপাত দখল করে স্থানীয় এক ব্যবসায়ী বালি, পাথর সহ একাধিক নির্মাণ সামগ্রী রেখে ব্যবসা করছেন। জাতীয় সড়ক দিয়ে বহু গাড়ি চলে। হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন প্রান্ত থেকে কলেজ পড়ুয়ারা এই ব্রিজ সংলগ্ন এলাকায় নামেন। পিপলা সহ হরিশ্চন্দ্রপুরের একাধিক উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই রাস্তার উপর দিয়ে যাওয়া আসা করে। কলেজ ছাত্রী আলিসা খাতুন বলেন, রাস্তার ধারে নির্মাণ সামগ্রী পড়ে থাকায় আমাদের চলতে সমস্যা হয়। ফুটপাতে দাঁড়ানো যায় না। গাড়ি চালক মহম্মদ নুরুদ্দিন বলেন, রাস্তার উপরে বালি পড়ে থাকছে। যে কোনও সময় গাড়ি স্লিপ কেটে দুর্ঘটনা ঘটতে পারে। একই বক্তব্য স্থানীয় বাসিন্দা মহম্মদ কাইফেরও।
হরিশ্চন্দ্রপুর উন্নয়ন সমিতির সম্পাদক মফিজুদ্দিন আহমেদ বলেন, কলেজের সামনে এইভাবে ফুটপাত দখল হয়ে গেলে ছাত্রছাত্রীদের সমস্যা হবে। অবিলম্বে বিষয়টি প্রশাসনের দেখা উচিত। হরিশ্চন্দ্রপুর কলেজের অধ্যক্ষ সুমিত নন্দী বলেন, বিষয়টি আমারও নজরে পড়েছে। প্রশাসনকে জানাব। জাতীয় সড়ক কর্তৃপক্ষের মালদহ ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার দিগন্ত কুণ্ডু বলেন, এর আগে বহুবার স্থানীয় প্রশাসনকে বলেছি। ব্যবসায়ীদের বলা হয়েছে। যারা রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী বিক্রি করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ফুটপাত দখল মুক্ত করতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস।