সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায় ... বিশদ
২৫ বছর আগে চাঁচলে বিয়ে হয়েছিল মিনতিদেবীর। যখন ছোট ছেলের বয়স তিন মাস তখন হঠাৎ স্বামী নিখোঁজ হয়ে যান। তারপর থেকেই শুরু কঠিন জীবন সংগ্রাম। বছরের অন্য সময় দিনমজুরের কাজ করলেও শীতে মিনতিদেবী ভাপা পিঠে বিক্রি করেন। ইটাহারের চৌরঙ্গী এলাকায় সড়কের ধারে বসে তিনি ভাপা পিঠে তৈরি করে বিক্রি করেন। বাড়ি থেকে ৩ কিমি দূরের ইটাহারে সকাল ৬টায় এসে রাত ৯টায় বাড়ি ফেরেন। দুপুরের বিরতিতে বাড়ি গিয়ে সংসার সামলে ও রান্না করে সকলকে খাইয়ে ফের কাজে ফেরেন। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধা মায়ের ওষুধ কিনতেই চলে যায়। পিঠে বিক্রি করে যা আয় হয় তাতেই কোনওমতে সংসার চলে। মিনতি বলেন, কষ্ট করে তিন শতক জায়গা কিনেছি। কিন্তু সরকার থেকে এখনও ঘর পাইনি।
মিনতিকে দেখে গ্রামের ছয়-সাত জন মহিলা একই পেশা বেছে নিয়েছেন। সকলেই তাঁর কঠোর জীবন সংগ্রামকে কুর্নিশ জানিয়েছেন। ইটাহারের এক শিক্ষক অজয় চক্রবর্তী বলেন, তাঁদের স্বনির্ভর হওয়ার তাগিদ অন্য মহিলাদের অনুপ্রেরণা জোগাবে। - নিজস্ব চিত্র