সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায় ... বিশদ
স্থানীয় বাসিন্দা পূর্ণিমা টুডু বলেন, আমাদের এখানে দীর্ঘদিন ধরে জলের সুব্যবস্থা নেই। নলকূপ নষ্ট হলে মাঠ থেকে জল আনতে অনেক কষ্ট হয় মহিলাদের। দ্রুত সমস্যার সমাধান করা হোক।
একই অভিযোগ করেছেন বিমল ভুঁইমালি। তাঁর কথায়, নলকূপ নষ্ট হলে পঞ্চায়েত থেকে ঠিক করতে পারে। সেদিকেও নজর নেই। নিজেদের চাঁদা তুলে সারাতে হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নলকূপটি খারাপ হলে অনেক সময় রান্না বন্ধ থাকে। তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন বলেন, খরায় খুব সমস্যা হলে পানীয় জলের ট্যাঙ্ক পাঠিয়ে দিই। বাসিন্দারা পঞ্চায়েতে আর একবার লিখিত আবেদন করলে নলকূপ সারানোর ব্যবস্থা করা হবে।
(তপনের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের মদনাহার বড়বাসায় বেহাল নলকূপ। -নিজস্ব চিত্র)