সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায় ... বিশদ
বুনিয়াদপুর পুরসভা গঠনের আগে থেকেই জাতীয় ও রাজ্য সড়কের পাশে ফুটপাত ছিল না। বর্তমান সময়ে শহরে যানজট বেড়েছে। জাতীয় ও রাজ্য সড়কের উপর দিয়ে ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত। পথ দুর্ঘটনায় বুনিয়াদপুর শহরের চৌপথী ও নতুন বাসস্ট্যান্ড এলাকায় পথচারীর মৃত্যু পর্যন্ত ঘটেছে। প্রত্যেকদিন বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রাজ্য সড়কের মহকুমা শাসকের দপ্তরের সামনে রাজ্য সড়কের উপর পাইকারি সব্জির বাজার বসছে। ঝুঁকি নিয়েই কৃষকরা সব্জি বিক্রি করছেন। যে কোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আশঙ্কা করছে পুরসভা কর্তৃপক্ষ।
ইতিমধ্যেই পুরসভা কর্তৃপক্ষ ফুটপাত তৈরির জন্য ডিপিআর তৈরির কাজ শুরু করে দিয়েছে। বুনিয়াদপুর পুরসভার প্রশাসক কমল সরকার বলেন, আমাদের শহরে জাতীয় ও রাজ্য সড়কের ধারে ফুটপাত সেভাবে নেই। ঝুঁকি নিয়ে পথচারীরা যাতায়াত করেন। শহরে পথ নিরাপত্তা সুনিশ্চিৎ করতে আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষ, মহকুমা শাসককে সঙ্গে নিয়ে পরিদর্শন করেছি। ইঞ্জিনিয়ার ডিপিআর তৈরির কাজ করছেন। সেটি দ্রুত পুর দপ্তরে বরাদ্দের জন্য প্রস্তাব পাঠাবো। ফুটপাত তৈরির উদ্যোগ নেওয়ায় খুশি গোবিন্দ তালুকদারের মতো শহরের অনেকে। নিজস্ব চিত্র