সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায় ... বিশদ
২০১৯ সালে আলিপুরদুয়ার লোকসভা আসন থেকে জিতে আদিবাসী কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হন জন বারলা। কিন্তু চব্বিশের নির্বাচনে তাঁকে বিজেপি টিকিট না দেওয়ায় দলের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দেন তিনি। এদিন ফোনে জন বলেন, বিজেপি ডুয়ার্সের আদিবাসীদের সঙ্গে ছলনা করেছে। বোনাস চুক্তি গতবারের ২০ শতাংশ থেকে কমে ১৬’তে এসেছে। লোকসভায় নাগরাকাটা বিধানসভায় সাড়ে তিন হাজার ভোটে বিজেপি পিছিয়ে যায়। যেখানে ২০১৯ সালে ৪৫ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিল দল। ২০০৭ থেকে আদিবাসীদের সঙ্গে রাস্তায় নেমে কাজ করেছি। রাত জেগে আন্দোলন করেছি। আজকের নেতারা তা করছে না। আদিবাসীদের থেকে বিজেপির দূরত্ব তৈরি হয়েছে। তাই মানুষ বিজেপিকে চাইছে না। আমারও বিজেপিতে থাকার মন নেই।
জন আরও বলেন, মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ তিনদিন আগেই ফোনে এসেছে। তবে আমন্ত্রণপত্র পাইনি। এইমস থেকে চোখের চিকিৎসা করিয়ে ২২ তারিখ লক্ষ্মীপাড়ায় নিজের বাড়িতে ফিরব। পরের দিন ২৩ জানুয়ারি মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে যোগ দেব। সরকারি অনুষ্ঠানে যোগ দিলেও সেখানে দলবদল হবে না। তবে তৃণমূলে কবে ফিরবেন তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে একপ্রস্থ কথা হবে বলে দাবি জনের। শুভদিন দেখে তৃণমূলে পাকাপাকিভাবে যোগ দেব জানিয়েছেন বারলা।
অন্যদিকে, বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি সাংসদ মনোজ টিগ্গা বলেন, দল কাউকে ধরে রাখবে না। কেউ যেতে চাইলে যেতেই পারেন।