সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায় ... বিশদ
মুখ্যমন্ত্রীর আসার খবর শুনতেই উৎসাহ দেখা গিয়েছে মালদহবাসীর মধ্যে। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামবে বলে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় ডিএসএ সংলগ্ন মাঠ। পুলিসে ছয়লাপ গোটা এলাকা। জননেত্রীকে একবার কাছ থেকে দেখতে নির্দিষ্ট দূরত্বে ভিড় জমায় উত্সুক জনতা।
হেলিকপ্টার থেকে নেমেই জনগণের উদ্দেশ্যে হাত নাড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। কুশল বিনিময় করেন প্রশাসনিক আধিকারিক ও জেলার শীর্ষ নেতৃত্বের সঙ্গে। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে এদিন হাজির ছিলেন বিভিন্ন সম্প্রদায়ের লোকশিল্পীরা। গাড়িতে ওঠার আগেই তাঁদের দিকে এগিয়ে যান মমতা। জানতে চান, লোকশিল্পীরা সরকারি ভাতা পাচ্ছেন কি না।
এরপর ডিএসএ মাঠ ছাড়ে মুখ্যমন্ত্রীর কনভয়। পথে সেতু মোড়ে কনভয় লক্ষ্য করে হাত নাড়েন অসংখ্য মানুষ। তাঁদের দেখামাত্রই কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে এগিয়ে যান তিনি। মানুষের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন, কথা বলেন উন্নয়ন নিয়ে।
সেতু মোড় থেকে গাড়ি মহানন্দা ব্রিজে উঠতেই দেখা যায় কয়েকজন স্কুল ছাত্রী বাড়ি ফিরছে। সেখানেও গাড়ি থামিয়ে ছাত্রীদের সঙ্গে কথা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। জানতে চান ছাত্রীরা কন্যাশ্রী পাচ্ছে কিনা। এরপর মহানন্দা ভবনের ওপর দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় ছুটতে থাকে প্রয়াত তৃণমূল নেতা বাবলার বাড়ির দিকে। সেখানে প্রয়াত নেতার স্ত্রীর সঙ্গে ৪০ মিনিটের বেশি কথাবার্তা বলার পর তিনি সোজা চলে যান মহানন্দা ভবনে। সরকারি সফরে এসে এখানেই রাত্রিবাস করেন মুখ্যমন্ত্রী।
আজ, মঙ্গলবার বেলা এগারোটায় শুরু হবে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান। সেই মঞ্চ থেকে মালদহের জন্য ঘোষণা হতে পারে কয়েক কোটি টাকার প্রকল্প। বেশকিছু উপভোক্তার হাতে তুলে দেবেন পরিষেবার শংসাপত্র। দুপুরে এখান থেকেই হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী চলে যাবেন আলিপুরদুয়ার। - নিজস্ব চিত্র।