স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে ... বিশদ
পুলিস সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কর্মী আতাউর হক খুনের কয়েক ঘণ্টার মধ্যেই আমির সহ মোট ১০ জনকে আটক করে পুলিস। তাদের একে একে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু আমিরের আচরণ দেখে সন্দেহ বাড়ে পুলিসের। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনু্যায়ী আমিরের জড়িত থাকার ইঙ্গিত মেলে। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।
ধৃতকে বুধবার মালদহ জেলা আদালতে পেশ করে ১০ দিনের জন্য হেফাজতে নিয়েছে পুলিস। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ও অস্ত্র আইনের ২৫/২৭/৩৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। কালিয়াচক থানার কেস নম্বর ৭১/২০২৫, তারিখ ১৪.১.২০২৫।
এদিকে বুধবার ডগ স্কোয়াড নিয়ে তদন্ত শুরু করা হয়। দিনভর স্নিফার ডগ নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালান তদন্তকারীরা। প্রথমে কুকুর নিয়ে ঘটনাস্থলে যান তদন্তকারীরা। সেখানে পড়ে থাকা বিভিন্ন সামগ্রী শোঁকানো হয় প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে। এরপর কুকুর নিয়ে যাওয়া হয় সন্দেহভাজনদের বাড়িতে। সেখানে তাদের জামা কাপড়ের গন্ধ শোঁকানো হয় কুকুরকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে অভিযুক্ত জাকিরের বাড়িতে যায় পুলিস। কিন্তু ঘটনার পর থেকে জাকির বেপাত্তা। সে কোথায় গা ঢাকা দিয়েছে তা খুঁজে বের করতে পুলিস কুকুরের সাহায্য নেওয়া হয়। এদিন অন্যান্য অভিযুক্তদের পাশাপাশি জাকিরের জামা কাপড়ের গন্ধ শোঁকানো হয় পুলিস কুকুরকে। এরপর তার খোঁজে শুরু হয় চিরুনি তল্লাশি। জাকিরের খোঁজে মালদহের সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে। আন্তঃরাজ্য নাকা চেকিং পয়েন্টগুলিতেও তৎপরতা বাড়িয়েছে পুলিস।
মূল অভিযুক্ত জাকিরের খোঁজে তার বাড়ির আশপাশের সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। কাজে লাগানো হয়েছে পুলিসের বিভিন্ন সূত্রকে।
প্রকাশ্য দিবালোকে কালিয়াচকের নওদা যদুপুরের তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখের ওপর হামলা চালানো ও এই হামলার জেরে আতাউর হক নামে দলের এক নেতার মৃত্যুর ঘটনায় এলাকার দাপুটে জাকির শেখের নাম উঠে এসেছে। যদিও জাকির দলের কেউ নয় বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন মালদহ জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সি।