স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে ... বিশদ
পুলিস জানিয়েছে, অভিযুক্তদের নাম মৃন্ময় রায় (হেলাপাকড়ি), সৌরভ রায় (জল্পেশ), রতন রায় (খয়েরখাল), নৃপেন মণ্ডল (সাপটিবাড়ি)। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিস জানিয়েছে।
মঙ্গলবার ময়নাগুড়ি থানার পুলিস বিশেষ অভিযান চালিয়ে কুড়িটি ডাম্পার আটক করে। অনেক ডাম্পারের নম্বরপ্লেট থেকে শুরু করে কাগজে গরমিল ছিল। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরে বুধবার চারটি ট্রাক্টর আটক করল পুলিস।
স্থানীয়রা বলছেন, ভোরের আলো ফোটার আগে জর্দা নদীতে বালি মাফিয়াদের দাপট শুরু হয়ে যায়। ট্রাক্টর ছাড়াও বেশ কিছু ভ্যানে করে বালি পাচার চলে। তবে, একের পর এক বালি মাফিয়া সহ বালির গাড়ি আটক করছে ময়নাগুড়ি থানার পুলিস। আইসি সুবল ঘোষ বলেন, প্রত্যেকটি নদীতে আমাদের নজরদারি চলছে। রাজস্ব ফাঁকি দিয়ে, অবৈধ উপায়ে বালি উত্তোলন বরদাস্ত হবে না। আমাদের স্পেশাল টিম তৈরি আছে। তারা বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। বুধবার ও বিশেষ অভিযানে চারটি ট্রাক্টর সহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিজস্ব চিত্র।