অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
সূত্র মারফত খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। এরপর সন্দেহজনক একটি স্কুটার দাঁড় করিয়ে চালকের দেহে তল্লাশি চালানো হয়। স্কুটার চালকের হেফাজত থেকে প্রায় ১৮০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। পরে তাকে নকশালবাড়ি থানার পুলিসের হাতে তুলে দেয় এসএসবি। প্রাথমিক তদন্তে পুলিস জেনেছে, উদ্ধার মাদক নকশালবাড়ি থেকে পানিট্যাঙ্কিতে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিস ধৃত মহম্মদ ইদুলের বিরুদ্ধে মাদকের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।