অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
এরআগে কখনও চিকিৎসাবর্জ্য, আবার কখনও বাড়ি থেকে সংগ্রহ করা জঞ্জাল ফেলা হয়েছে শিলিগুড়ির মহকুমার বিভিন্ন এলাকায়। সকালে সিকিম নম্বরের লরি তিনটি আটকানোর খবর পেয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসকে ওই গাড়িগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেন মেয়র। পাশাপাশি সিকিম সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও অভিযোগ জানাবেন বলে গৌতম দেব জানিয়েছেন।
মেয়র বলেন, পার্শ্ববর্তী রাজ্য সিকিমকে অনেক বিষয়ে সুবিধা দেওয়া হয়। তারপরেও নিজেদের রাজ্যকে বর্জ্যশূন্য করে আমাদের শহরকে নোংরা করার একটা প্রয়াস চালাচ্ছে ওরা। এই ঘটনা মেনে নেওয়া যায় না। পুলিসকে বাজেয়াপ্ত করা তিনটি গাড়ির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে অনুরোধ করেছি। বিষয়টি আমাদের মুখ্যমন্ত্রীর নজরেও আনব।
উল্লেখ্য, মাস খানেক আগেও ডাম্পিং গ্রাউন্ড চত্বরে সিকিম নম্বরের একটি লরি আটক করেছিলেন স্থানীয়রা। ওই লরিতে প্রচুর চিকিৎসা বর্জ্য ছিল। স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সিকিম থেকে লরিতে করে শিলিগুড়ি মহকুমার বিভিন্ন এলাকায় বর্জ্য ফেলে দিয়ে যাওয়া হচ্ছে।
অতীতে যেহেতু স্থানীয়দের মাধ্যমে পুরসভায় খবর এসেছিল সিকিমের বর্জ্য নিয়ে আসা হচ্ছে, তাই সম্প্রতি ডাম্পিং গ্রাউন্ডে পুরসভা বাড়তি নিরাপত্তারক্ষী মোতায়েন করেছে। ১০ নম্বর জাতীয় সড়কের ধারে গান্ধী ময়দান সংলগ্ন বাসিন্দাদেরও অভিযোগ, এর আগে তাঁদের এলকায় সিকিম নম্বরের কয়েকটি গাড়ি এসে প্রচুর পরিমাণে বর্জ্য ফেলে দিয়ে গিয়েছে। বারবার একই ধরনের ঘটনা ঘটে যাওয়ায় পার্শ্ববর্তী রাজ্য সিকিমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ মেয়র। শহরের বাসিন্দাদের যাতে কোনও মতেই সিকিম থেকে নিয়ে আসা বর্জ্য পদার্থের জন্য ক্ষতি না হয় সেই বিষয়টি দেখার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরে জানাবেন বলেও মেয়র দাবি করেছেন। ভক্তিনগর থানার এক পুলিস অফিসার জানিয়েছেন, ওই তিনটি গাড়ি বাজেয়াপ্ত করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।