অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
এমপি বলেন, কিছু প্রশাসনিক অনুমোদন বাকি আছে। সেটা হলেই নিউ কোচবিহার স্টেশনের কাজ শুরু হবে বলে রেল জানিয়েছে। এখানে ৪০০ কোটি টাকার টেন্ডার হয়েছে কিন্তু কাজ এখনও শুরু হয়নি। ওভার ব্রিজ, রেল গেটের সমস্যা নিয়েও আলোচনা করা হয়েছে।
জেলা তৃণমূল সভাপতি বলেন, জেলাবাসীর স্বার্থে এই আন্দোলন। জেলা তৃণমূলের পক্ষ থেকে আলিপুরদুয়ারের ডিআরএমের কাছে যাওয়া হয়েছিল। কোচবিহার টাউন স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপের দাবি জানানো হয়। দিনহাটা, হরিণচওড়া, কালীঘাট রোড, বিবেকানন্দ স্ট্রিট, রেলঘুমটিতে ফ্লাইওভার নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। পাশাপাশি নির্মীয়মাণ ডোডেয়ার হাট ফ্লাইওভারের কাজ অবিলম্বে সমাপ্ত করার জন্য জোরালো দাবি করা হয়েছে।
ডিআরএম অমরজিৎ গৌতম বলেন, ট্রেনের স্টপ, পিট লাইন নিয়ে আলোচনা হয়েছে। সরকারের কাজের একটা নিয়ম রয়েছে। সেটা তাঁদের বলেছি। পিট লাইনের কাজের টেন্ডার হয়েছে। সেটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গত পাঁচ-সাত বছরে যেসব কাজ হয়নি সেসব কাজ এগচ্ছে। মন্ত্রী ও সাংসদ বলেছেন, যেখানে জমির দরকার হবে, দখলদারি সরানোর প্রয়োজন হবে সেখানে তাঁরা সহায়তা করবেন।