জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
ব্রিটেনে বসবাসকারী ভারতীয়দের জন্য কাজ এবং সর্ব ধর্ম সমন্বয়ে অসামান্য অবদানের স্বীকৃতি। গত ডিসেম্বরে লর্ড হিসেবে কৃশ রাভালকে মনোনীত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। আজীবন লর্ড পদে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষে লেবার পার্টির বেঞ্চে বসবেন তিনি। লর্ড হিসেবে রাভালের এদিনের শপথগ্রহণ দেখতে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। ছেলে যখন শপথ নিচ্ছেন তখন দর্শকাসনে বসে বাবা সুরেষচন্দ্র এবং মা পদ্মাবেন রাভাল। সেসময় ছেলের সাফল্যে আনন্দের অশ্রু ঝড়ে পড়ে পদ্মাবেনের দু’চোখ বেয়ে। আবেগ ধরে রাখতে পারেননি লর্ড রাভালের স্ত্রী লেডি ডক্টর লাকি রাভালও।
শপথগ্রহণ অনুষ্ঠানের পরে লর্ড রাভালের সম্মানে চা চক্রের আয়োজন করেছিলেন লর্ড মেনডেলসন। যেখানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যরা লর্ড রাভালকে অভিনন্দন জানান। তাঁর এই সফরে পাশে দাঁড়ানোর জন্য শুভানুধ্যায়ীদের ধন্যবান জানাতে ভোলেননি লর্ড রাভাল। বিশেষভাবে উল্লেখ করেন বাবা-মা, স্ত্রী, কেমব্রিজের মেন্টর প্রফেসর ডেভিড ফোর্ড, ডক্টর চিন্ময় পান্ডে, পণ্ডীত শ্রীরাম শর্মা, দ্য ফেইত ইন লিডারশিপ টিম এবং ১০ ডাউনিং স্ট্রিটের সমর্থকদের। আগামীতেও ভারতীয় বংশোদ্ভূতদের পাশাপাশি অন্য সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রতি দিয়েছেন তিনি।