জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
কৃত্রিম বুদ্ধিমত্তা এসে যাওয়ার ফলে বিভিন্ন পেশার মানুষের কর্মচ্যুত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তবে একই সঙ্গে কীভাবে এর মোকাবিলা করা যাবে, তার বার্তাও দিয়েছেন তিনি। বলেছেন, ‘ইতিহাস সাক্ষী রয়েছে যে, প্রযুক্তির জন্য কেউ কর্মহীন হয়নি। কাজের চরিত্র বদলেছে। নতুন ধরনের চাকরি সৃষ্টি হয়েছে।’ কৃত্রিম বুদ্ধিমত্তায় আরও বেশি বিনিয়োগের ডাকও দেন তিনি। প্রধানমন্ত্রী জানান, ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লব হয়েছে। ভারত খুব কম খরচে ১৪০ কোটিরও বেশি মানুষের জন্য একটি ‘ডিজিটাল পাবলিক’ পরিকাঠামো তৈরি করতে পেরেছে। সামিটে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁও উপস্থিত ছিলেন।