জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
সংবাদমাধ্যম সূত্রে খবর, গত বছর উত্তরাধিকার কর চাপানোর প্রস্তাব পেশ করেছিলেন অর্থমন্ত্রী র্যাচেল রিভস। তারপর থেকেই লেবার সরকারের বিরুদ্ধে কৃষকদের ক্ষোভ ক্রমশ বাড়তে থাকে। সোমবার তারই প্রতিবাদে লন্ডনের রাস্তায় নামল ‘সেভ ব্রিটিশ ফার্মিং মুভমেন্ট’ সহ একাধিক সংগঠন। কৃষকদের দাবি, সরকারের এই নীতির জেরে কম লাভবান পারিবারিক খামার বন্ধ হয়ে যাবে। একাংশের অভিযোগ, করের বিপুল টাকা মেটাতে জমি বিক্রি করতে বাধ্য হবেন বহু কৃষক। এই পরিস্থিতিতে বংশানুক্রমে পাওয়া খামার ভাগ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংবাদ সংস্থা বিবিসি জানাচ্ছে, ২০২৬ সালের এপ্রিল থেকেই চালু হবে এই নয়া নীতি।
সোমবার লন্ডনের রাস্তায় ট্রাক্টর নিয়ে প্রতিবাদ দেখান কৃষকরা। স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। প্রতিবাদ মিছিলের অন্যতম আয়োজক লিজ ওয়েবস্টার জানান, সরকারের এই নীতির কারণে কৃষিকাজে বিনিয়োগের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। যার জেরে তৈরি হতে পারে খাদ্য সঙ্কট। এই দাবি অবশ্য মানতে রাজি নন লেবার পার্টির নেতারা।