জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার পর থেকে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি নিয়ে সুর চড়িয়েছেন ট্রাম্প। তাঁর অভিযোগ, কিছু দেশ মার্কিন পণ্যে অস্বাভাবিক শুল্ক চাপায়। এই সমস্ত দেশের বিরুদ্ধে পাল্টা শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন তিনি। এই তালিকায় ভারতও আছে। বাণিজ্য বিবাদ এড়াতে ইতিমধ্যে তৎপর হয়েছে নয়াদিল্লি। গত ১ ফেব্রুয়ারি সংসদে পেশ করা বাজেটে একাধিক পণ্যের উপরে আমদানি শুল্ক হ্রাস করেছে কেন্দ্র। এর মধ্যে আছে বৈদ্যুতিন সামগ্রী, বস্ত্র এবং প্রিমিয়াম মোটরসাইকেল। এতে সবথেকে বেশি লাভবান হবে মার্কিন সংস্থাগুলি। সেই তালিকায় আরও অন্তত ৩০টি মার্কিন পণ্য যুক্ত হতে চলেছে নমুরার রিপোর্টে জানানো হয়েছে।