জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার আগেই হামাসকে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। ইজরায়েলের সঙ্গে যুদ্ধ থামাতে ও শান্তি ফিরিয়ে আনতে ওই জঙ্গিগোষ্ঠীকে কড়া নির্দেশ দেন তিনি। তারপরই ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে গিয়ে বন্দিদের মুক্তি দিতে থাকে হামাস। পাল্টা গ্রেপ্তার করা প্যালেস্তানীয়দেরও জেল থেকে মুক্তি দেয় তেল আবিব। এইভাবেই গাজায় শান্তি ফিরে আসে।
কিন্তু আচমকাই হামাসের বেঁকে বসাতে পরিস্থিতি আবার ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেই আশঙ্কাই করছে গোটা বিশ্ব। গতকাল, সোমবারই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প জানান, গাজার দখল নেব আমরা। পুরো খালি করে দেওয়া হবে গাজা উপত্যকা। মোট ২০ লক্ষ বাসিন্দাকে সরিয়ে দেওয়া হবে ওই জায়গা থেকে। এতেই থেমে থাকেননি রিপাবলিকান নেতা। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন জর্ডন ও মিশরকেও। আমেরিকার প্রস্তাব মতো গাজায় বসবাসকারী প্যালেস্তানীয়দের যদি নিজেদের দেশে স্থান না দেয় জর্ডন এবং মিশর, তাহলে তাদের সবরকম অনুদান বন্ধ করে দেওয়া হবে।