মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে ... বিশদ
উত্তর-পশ্চিম তুরস্কের বোলু প্রদেশ বরাবরই স্কি প্রেমিদের পছন্দের গন্তব্য। রাজধানী ইস্তানবুল থেকে ৩০০ কিলোমিটার দূরে কোরুগলু পর্বতমালার কোলে এই পর্যটন কেন্দ্র। এখন তুরস্কের স্কুল গুলিতে সেমেস্টার ব্রেক চলছে। সেজন্য এখানকার হোটেল এবং রিসর্টগুলিতে তিল ধারণের জায়গা নেই। এরইমধ্যে মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ কার্তলকেয় নামে একটি রিসর্টের কার্তাল হোটেলে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় রিসর্টে প্রায় ২৩৪ জন অতিথি ছিলেন।
তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেন, মঙ্গসলবার ভোরে কার্তলকেয় রিসর্টের রেস্তরাঁয় আগুন লাগে। এরপর ধোঁয়ায় ভরে যায় গোটা হোটেল। আতঙ্কে অনেকেই হোটেল ছেড়ে দ্রুত বেরনোর চেষ্টা করেন। ঝাঁপ দিয়ে বেরতে গিয়ে মৃত্যু হয়েছে দু’জনের।