মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে ... বিশদ
সম্প্রতি তাঁর ইউটিউব চ্যানেল থেকে ‘মোদি সাডা শের হ্যায়’ নামে একটি ভিডিও ডিলিট করে দেন সানা। এমনকী দুই ইউটিউবারের ভিডিও আপলোড করাও ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এখান থেকেই সন্দেহের সূত্রপাত। এরইমাঝে দু’জনের নিখোঁজ হওয়ার খবর সামনে আসে। এমনকী দুই সপ্তাহ পরও তাঁদের কোনও নাগাল পাওয়া যায়নি। সম্প্রতি কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁদের ফাঁসি দেওয়ার খবর ছড়িয়ে পড়েছে। আসল সত্যি জানতে চেয়ে সরব হয়েছেন নেটিজনেরা। যদিও পাকিস্তানের সেনার তরফে এনিয়ে কোনও বক্তব্য মেলেনি। বিষয়টি নিয়ে দুই দেশের নেটপাড়ায় জল্পনা জারি।