ওয়াশিংটন: ফের মার্কিন মুলুকে খুন ভারতীয় পড়ুয়া। সোমবার ওয়াশিংটনের একটি গ্যাস স্টেশনে খুব কাছ থেকে গুলি করে খুন করা হয় রবি তেজা নামে ওই যুবককে। এরপর পালিয়ে যায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। আদতে হায়দরাবাদের আর কে পুরম গ্রিন হিলস কলোনির বাসিন্দা ২৬ বছরের রবি ২০২২ সালের মার্চে উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় যান। রাজধানী ওয়াশিংটনে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমবিএ কোর্সে ভর্তি হন তিনি। সম্প্রতি তাঁর এমবিএ-র পাঠ শেষ হয়েছে। এরপরেই তিনি হন্যে হয়ে চাকরির খোঁজ শুরু করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রবি বরাবরই উচ্চাকাঙ্খী। পড়া শেষ করে তিনি আমেরিকাতেই থেকে যেতে চেয়েছিলেন। কিন্তু কী কারণে রবিকে খুন করা হল, তা পরিষ্কার নয়। ছেলের মৃত্যুর খবর শুনেই শোকে মুহ্যমান রবির বাবা-মা। পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, খুনের কারণ জানার চেষ্টা চলছে। খুব শীঘ্র আততায়ী ধরা পড়বে।
এদিকে পড়ুয়াদের মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছে কংগ্রেস। দলের ছাত্রশাখা এনএসইউআই-এর পক্ষ থেকে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ‘বিদেশে ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বিজেপি সরকার। বিদেশ মন্ত্রক কেন নীরব? বিদেশে ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে?’ গত কয়েকমাসে মার্কিন মুলুকে বেশ কয়েকজন ভারতীয় খুন হয়েছেন।