অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
জানা গিয়েছে, এদিন রংপুরের তাজহাটে শীতলা মন্দিরে কীর্তনের আয়োজন করা হয়েছিল। হঠাত্ই সেখানে হাজির হয় একদল ব্যক্তি। কেন কীর্তন চলছে, তা নিয়ে রীতিমতো হুমকি দিতে শুরু করে তারা। অবিলম্বে সব কিছু বন্ধ করতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়। মন্দিরে উপস্থিত অনেকে পাল্টা প্রশ্ন তোলেন, কোনও কারণ ছাড়া কেন অনুষ্ঠান বন্ধ করা হচ্ছে? তাতে অবশ্য লাভ হয়নি। শেষ পর্যন্ত বন্ধই হয়ে যায় ওই মন্দিরের কীর্তন। বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে উদ্বেগ জানিয়ে সোমবারই ইউনুসকে ফোন করেছিলেন আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। তাঁকে সংখ্যালঘুদের অধিকার রক্ষার আশ্বাস দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। তার ২৪ ঘণ্টার মধ্যে রংপুরের এই ঘটনা। ফলে সংখ্যালঘুদের রক্ষায় সরকারের সদিচ্ছা নিয়েই সংশয় চরমে।
শেখ হাসিনাকে ফেরত চেয়ে সোমবারই ভারতকে সরাসরি কূটনৈতিক বার্তা দিয়েছিল ঢাকা। তার একদিনের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নতুন করে খুনের মামলা দায়ের করতে আদালতে আবেদন জানানো হয়েছে। হাসিনা বিরোধী আন্দোলন চলাকালীন ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাভেদ নামে এক বন্দিকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে। তাকে খুনের অভিযোগে হাসিনা, জেল সুপার সুভাষকুমার ঘোষ সহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করতে চান জাভেদের ভাই। তিনিও কারাগারে বন্দি অবস্থায় আহত হয়েছিলেন। তাঁর আর্জির প্রেক্ষিতে কেরানিগঞ্জ থানাকে পাঁচদিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে ঢাকার একটি আদালত। এছাড়াও হাসিনার বিরুদ্ধে লাগাতার চাপ বজায় রাখতে চাইছে ইউনুস সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এব্যাপারে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এদিন কমিশনের তরফে আটটি প্রকল্পে দুর্নীতির তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে।
একদিকে যখন এমন পরিস্থিতি, তার মধ্যেও ফাঁসির আসামিদের মুক্তির বিরাম নেই। ২০০৪ সালে গ্রেনেড হামলায় হত্যার চেষ্টা করা হয়েছিল হাসিনাকে। সেই মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান সহ সব অভিযুক্তকে আগেই মুক্তি দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। এদিন সেই মামলায় ১৭ বছর পর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী আবদুস সালাম ওরফে পিন্টু। ফাঁসির সাজাপ্রাপ্ত পিন্টুর মুক্তি উপলক্ষ্যে টাঙ্গাইলে মিছিল বের করে বিএনপি। চলে মিষ্টিমুখও।