অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষা করতে হবে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই জানালেন জ্যাক সুলিভান। তাঁর সুরে সুর মিলিয়েছেন ইউনুসও, এমনটাই জানা গিয়েছে।
গতকাল, সোমবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানই ফোন করেন মহম্মদ ইউনুসকে। তাঁদের মধ্যে একাধিক বিষয়ে আলোচনাও হয়েছে বলে জানা গিয়েছে। এই কথোপকোথনের বিষয়ে একটি বিবৃতি জারি করেছে হোয়াইট হাউস। তাতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের কথা হয়েছে। একটি প্রতিকূল পরিস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন সুলিভান। একই সঙ্গে ধর্ম নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও তা সুরক্ষার ক্ষেত্রে প্রতিশ্রুতি দিয়েছেন দু’জনেই। একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য আমেরিকা সবরকম সাহায্য করবে, এমনটাও জানিয়েছেন জ্যাক সুলিভান। বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে, সেগুলির মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রও পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি। তবে এছাড়া আমেরিকার শীর্ষ আধিকারিকের সঙ্গে আর কোন কোন বিষয়ে ইউনুসের কথা হয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। কিন্তু ‘ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষা’র বিষয়টি তত্ত্বাবধায়ক সরকারকে বলে আমেরিকা পরোক্ষে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে বলেই মত বিশেষজ্ঞদের। কারণ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু তথা হিন্দুদের উপর অত্যাচারের খবর সামনে আসছে তা চিন্তা বাড়িয়েছে। হিন্দুদের মন্দির ও বিগ্রহ ভাঙচুরের মতো অভিযোগ সামনে এসেছে। সেটি যাতে নিয়ন্ত্রণে আনা যায় ও সকল মানুষের অধিকার রক্ষা করা যায়, সেই বিষয়েই তত্ত্বাবধায়ক সরকারকে ঘুরিয়ে বার্তা দিল আমেরিকা। এমনটাই ধারণা বিশেষজ্ঞদের।