অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
সিরিয়া এখন বিদ্রোহীদের দখলে। চলতি মাসে বিদ্রোহীরা দামাস্কাস দখলের পর সপরিবারে দেশ ছেড়ে মস্কোয় আশ্রয় নেন আসাদ। কিন্তু সেখানকার জীবনযাপনে তিতিবিরক্ত তাঁর স্ত্রী। ‘জেরুজালেম পোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৪৯ বছরের আসমা রুশ আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন। সেইসঙ্গে মস্কো ছাড়ারও আবেদন জানিয়েছেন। তাঁর আবেদন খতিয়ে দেখছে আদালত।
১৯৭৫ সালে লন্ডনে জন্ম আসমার। তাঁর বাবা-মা অবশ্য সিরিয়ার বাসিন্দা। সেইসূত্রে ব্রিটেন-সিরিয়া দুই দেশের নাগরিকত্ব রয়েছেন আসাদের স্ত্রীর। লন্ডনের কিংস কলেজে কম্পিউটার সায়েন্স এবং ফরাসি ভাষা নিয়ে পড়াশুনা করেছেন তিনি। ২০০০ সালে আসাদকে বিয়ে করেন আসমা। এরপর লন্ডন থেকে পাকাপাকিভাবে সিরিয়ায় চলে আসেন। টানা ২৪ বছর শাসন ক্ষমতায় থাকার পর পতন ঘটেছে আসাদের। দেশ ছেড়ে সপরিবারে রাশিয়ায় তিনি। এবার স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলে আরও একাকী হয়ে হয়ে পড়বেন সিরিয়ার বিতাড়িত ‘একনায়ক’ শাসক।