অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
এর আগে হোয়াইট হাউসের এআই ও ক্রিপ্টোকারেন্সি বিভাগের উপদেষ্টা হিসেবে ডেভিড স্যাক্সকে নিযুক্ত করেন ট্রাম্প। কাজেই ডেভিড স্যাক্সের সঙ্গে যৌথভাবে কাজ করবেন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী কৃষ্ণণ। ট্রাম্প জানিয়েছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তায় আমেরিকাকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন শ্রীরাম কৃষ্ণণ। সরকারকে এবিষয় দিশা দেখাবেন তিনি। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে প্রেসিডেন্টের পরামর্শদাতাদের দলের অন্যতম সদস্য হয়ে উঠবেন।’ দায়িত্ব দেওয়ার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন কৃষ্ণণ। তিনি লেখেন, ‘দেশের সেবা করার সুযোগ পেয়ে গর্বিত। ডেভিড স্যাক্সের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তায় আমেরিকাকে প্রথম স্থানে নিয়ে যাব। ধন্যবাদ ডোনাল্ড ট্রাম্প।’
শ্রীরামের জন্ম ভারতের চেন্নাইয়ে। নব্বইয়ের দশকের শেষদিকে প্রযুক্তির প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়েন। ইন্টারনেট পরিষেবা না থাকা সত্ত্বেও কোডিংয়ের প্রশিক্ষণ নিতেন শ্রীরাম। ২০০৫ সালে তথ্য প্রযুক্তি নিয়ে ডিগ্রি অর্জন করেন। মাইক্রোসফ্ট, টুইটার (বর্তমানে এক্স), ফেসবুক সহ একাধিক বহুজাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। ২০২২ সালে এলন মাস্কের সঙ্গে কাজ করেন শ্রীরাম। তাঁর হাত ধরেই টুইটারে রূপান্তর ঘটে। কৃত্রিম বুদ্ধিমত্তায় সাফল্যের জেরেই ট্রাম্প প্রশাসনে জায়গা করে নিলেন তিনি।