অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
উল্লেখ্য বিষয় হল, ট্রাম্প প্রশাসনে জায়গা পাওয়ার মতো বিস্তর অভিজ্ঞতা রয়েছে শ্রীরাম কৃষ্ণাণের। মাইক্রোসফ্ট, ফেসবুক, এক্স-এর মতো প্ল্যাটফর্মে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই ভারতীয় বংশোদ্ভূতের। এছাড়াও, একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে তিনি ইলন মাস্কের স্নেহধন্যও।
অন্যদিকে, ভারতের সঙ্গেও শ্রীরাম কৃষ্ণাণের যোগাযোগ অত্যন্ত নিবিড়। তাঁর জন্ম ও বেড়ে ওঠা চেন্নাইতেই। বাবা ছিলেন চাকুরিজীবী ও মা গৃহবধূ। একেবারে সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে আজ আকাশ ছুঁয়েছেন তিনি। ২০০৫ সালে ২১ বছর বয়সে কৃষ্ণাণ পাড়ি দিয়েছিলেন আমেরিকায়। তারপর থেকেই আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। বর্তমানে, আর কিছুদিনের মধ্যেই তিনি জায়গা পাবেন ট্রাম্প প্রশাসনেও।