অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
পুলিস সূত্রে খবর, ছোট আকারের বিমানটিতে পরিবারসহ সফর করছিলেন ব্যবসায়ী লুইজ ক্লাউডিও সালগুইরো গালেজ্জি। কানেলা শহর থেকে বিমানটি সাল পাওলো যাচ্ছিল। কিন্তু, উড়ান নেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়রা জানিয়েছেন, বিমানটি প্রথমে একটি বাড়ির চিমনির সঙ্গে ধাক্কা খায়। এরপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিল্ডিংয়ের দোতালায় গিয়ে আঘাত হানে ও শেষ পর্যন্ত একটি মোবাইলের দোকানের উপর আছড়ে পড়ে।
যদিও কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিস মারফত জানা গিয়েছে, বিমানটি দোকানে আছড়ে পড়ার জেরে দোকানের ভিতর ও আশেপাশে থাকা প্রায় ১৭ জন মানুষ আহত হন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।