অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় সরকারি মদতে বিরোধী মতাদর্শে বিশ্বাসীদের তুলে নিয়ে যাওয়ার অভিযোগ বারবার উঠেছে। বিনা বিচারে তাদের গোপন বন্দিশালায় আটক করে রেখে দিনের পর দিন চলত অত্যাচার। বহু মানুষের আর কোনওদিন সন্ধানই মেলেনি। লোকমুখে এই গোপন বন্দিশালার নাম হয়ে যায় ‘আয়নাঘর’। এর সঙ্গে ভারতের যোগের প্রমাণ হিসেবে দুটি ঘটনার কথা উল্লেখ করেছে কমিশন। সুখরঞ্জন বালি নামে এক ব্যক্তি ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে ‘গুম’ করা হয়। সুখরঞ্জনকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট চত্বর থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে ভারতের জেলে খুঁজে পাওয়া যায়। সালাহউদ্দিনকেও ২০১৫ সালে ঢাকার উত্তরা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। দু’মাস পরে মেঘালয়ের শিলংয়ের জেলে তাঁর সন্ধান মেলে। ২০২৩ সালে তাঁকে বেকসুর খালাস করে দেশে ফেরার অনুমতি দেয় শিলংয়ের আদালত।
অন্যদিকে, সাধারণ নির্বাচন নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের উপর আরও চাপ বাড়াল বিএনপি সহ ১২ দলের জোট। ২০২৫ সালেই বাংলাদেশে নির্বাচন আয়োজন করতে হবে বলে দাবি জানিয়েছে তারা। নির্বাচন নিয়ে আলোচনা করতে শনিবার সন্ধ্যায় বৈঠকে বসেছিল দলগুলি। সেখানেই তত্ত্বাবধায়ক সরকারের উপর চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়।