অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
গত বছরের মে মাসে ৫৫ বছরের লরেনের সঙ্গে বাগদান সেরে ফেলেন বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি ৬০ বছর বয়সি বেজোস। এখন দু’জনে অ্যাস্পেনে রয়েছেন বলে খবর। ১৯৬৯ সালের ১৯ ডিসেম্বর নিউ মেক্সিকোয় এক মেক্সিকান-আমেরিকান পরিবারে সাঞ্চেজের জন্ম। সাংবাদিকতা, অসামরিক বিমান পরিবহণ, বিনোদন থেকে সমাজসেবা—বিভিন্ন ক্ষেত্রে বিচরণ তাঁর। সঞ্চালিকা হিসেবে দেখা গিয়েছে ‘গুড ডে লস এঞ্জেলস’, ‘সো ইউ থিঙ্ক ইউ ক্যান ডান্স’-এর মতো জনপ্রিয় টিভি শো-তে। মনোনীত হয়েছিলেন এমি পুরস্কারের জন্য। অভিনয় করেছেন সিনেমাতে। সাঞ্চেজকে বিশ্বের সেরা ৫০ সুন্দরীর মধ্যে বেছে নিয়েছিল এক বিখ্যাত ম্যাগাজিন। মোট প্রায় তিন কোটি মার্কিন ডলারের মালিক লরেন ছোটদের জন্য বইও লিখেছেন। বেজোস আর্থ ফান্ডের ভাইস চেয়ারপার্সন তিনি।