প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ততা বৃদ্ধি। গৃহে কোনও শুভানুষ্ঠান উপলক্ষে অতিথি সমাগমে আনন্দ। দেহে আঘাত ... বিশদ
শুক্রবার ম্যাকডিবার্গের টাউন হল এলাকায় ক্রিসমাসের একটি বড় বাজার বসেছিল। ফলে সেখানে বহু মানুষের ভিড় ছিল। সেই সময়ে একটি চারচাকা গাড়ি বেপরোয়া গতিতে আচমকা বাজারের মধ্যে প্রবেশ করে। এরপরই বাজারে উপস্থিত থাকা একাধিক মানুষকে পর পর ধাক্কা মারে। ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মৃত্যু হয় এক শিশু সহ দু’জনের। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৬০। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। ডাকা হয় অ্যাম্বুল্যান্স এবং দমকলকেও। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।
পুলিস সূত্রে খবর, ঘাতক গাড়িটির চালকের নাম তালেব (৫০)। সে সৌদি আরবের নাগরিক। পেশায় একজন চিকিৎসক। তবে ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এর নেপথ্যে কোনও নাশকতার ছক রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন পুলিস আধিকারিকরা। বর্তামানে তালেবকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা।
এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ। তিনি তাঁর সমাজমাধ্যমে লেখেন, “ম্যাকডিবার্গের ঘটনায় আমি উদ্বিগ্ন এবং মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। উদ্ধারকারী দল দ্রুত সেখানে পৌঁছে তাঁদের কাজ শুরু করেছে। এর জন্য তাঁদের ধন্যবাদ জানাই।” আজ, শনিবার ম্যাকডিবার্গে আসতে পারেন শোলৎজ।