জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
উল্লেখ্য, ২০২৩ সালের আইনে মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের নিয়োগের প্যানেল থেকে দেশের প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হয়। সেই জায়গায় প্রধানমন্ত্রী মনোনীত কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনও সদস্যকে নিয়োগ করা হবে। বিরোধীদের বক্তব্য, প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা কার্যত নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে মোদি সরকার। নয়া আইনে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে এক স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের হয়ে মামলা লড়ছেন প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি জানান, বিচারপতি সূর্য কান্ত অসুস্থ। তাই এই মামলার শুনানি ১৯ ফেব্রুয়ারি হবে বলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি জানিয়েছে।