জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
রোম থেকে জার্মানি উড়ে যাবে বোয়িং ৭৩৭। সিটবেল্ট বেঁধে ফেলেছেন যাত্রীরা। ধীরে ধীরে গতি বাড়াতে শুরু করে বিমান। এরমধ্যেই শোনা গেল ‘মিউউ...’ ডাক। তাতেই হকচকিয়ে গেলেন বিমানকর্মীরা। বিমান থামিয়ে শুরু হয় খোঁজ। অবশেষে ইলেক্ট্রিকাল বে’র মধ্যেই মার্জারের হদিশ মেলে। কিন্তু বিড়ালটির কাছে যেতেই সেটি অন্যত্র পালিয়ে যেতে থাকে। বিমানের বিভিন্ন প্রান্তে ছোটাছুটি শুরু করে দেয়। দু’দিনের মাথায় নিজেই বিমানের দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ি দিয়ে নীচে নেমে যায় ‘অপহরণকারী’ বিমান। হাঁফ ছেড়ে বাঁচেন বিমানকর্মীরা।