জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুসারে, ২০২১-২২ অর্থবর্ষে এই খাতে সংশোধিত বাজেট বরাদ্দের পরিমাণ ছিল ৩৫০ কোটি টাকা। ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবর্ষে সংশোধিত অর্থ বরাদ্দের পরিমাণ ছিল যথাক্রমে ৩৫০ কোটি ও ২০৫ কোটি টাকা। আর ওই তিন অর্বের্ষে খরচের পরিমাণ দাঁড়িয়েছে, ৩২৪ কোটি ২৩ লক্ষ, ২৬৯ কোটি ৯১ লক্ষ ও ১৬২ কোটি ৫১ লক্ষ।
এই কর্মসূচির আওতায় থাকা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক-কর্মচারীরা ৬০ বছর বয়স হলে শর্তসাপেক্ষে প্রতি মাসে তিন হাজার টাকা করে নিশ্চিত পেনশন পান। ১৮ থেকে ৪০ বছর বয়সিরাই এতে নথিভুক্ত হতে পারেন। নথিভুক্ত হওয়ার অন্যতম প্রধান শর্ত হল, মাসের আয় ১৫ হাজার টাকার বেশি হওয়া চলবে না। পাশাপাশি ইপিএফও, ইএসআইসির মতো পরিষেবার আওতায় থাকলেও এই কর্মসূচিতে নথিভুক্ত হওয়া যাবে না। করদাতা হলেও আবেদন গৃহীত হবে না। আওতাভুক্তরা মাসে সর্বনিম্ন ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত ‘কন্ট্রিবিউট’ করবেন। সমপরিমাণ প্রদেয় অর্থ জমা দেবে কেন্দ্রও। ৪০ বছর বয়স পর্যন্তই ‘কন্ট্রিবিউশন’ জমা দিতে হবে। -ফাইল চিত্র