জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
দীর্ঘ ২৭ বছর পর দেশের রাজধানীতে ফুটেছে পদ্ম। এর জন্য অনেকেই কংগ্রেস এবং আপের মধ্যে রেষারেষিকেই দায়ী করেছেন। অমর্ত্য সেন মনে করেন, এই দুই দলের একজোট হয়ে লড়াই করা উচিত ছিল। তবে এতকিছুর পরেও হাল ছাড়তে রাজি নন তিনি। তাঁর কথায়, ‘আমি দিল্লির ভোটের ফলকে বড় করে দেখতে চাই না। অবশ্যই এর গুরুত্ব রয়েছে। আপ জিতলে এই ফল অন্য মাত্রা পেত।’ তিনি আরও বলেন, বহু আসনের ফল বিচার করলেই দেখা যাবে খুব কম মার্জিনে জিতেছে বিজেপি। কখনও কখনও কংগ্রেসের পাওয়া ভোটের থেকেও এই জয়ের মার্জিন অনেক কম। তবে আলাদা আলাদাভাবে লড়াই করার জন্যই আপ হেরেছে বলে মনে করেন না অমর্ত্য।