জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
১৯৮৪ সালের ১ নভেম্বর। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার প্রতিশোধ নিতে ক্রমে ভয়াবহ আকার নিচ্ছে শিখ বিরোধী হিংসা। অভিযোগ, সেইসময় সজ্জন কুমারের নেতৃত্বে একদল বিক্ষুব্ধ জনতা যশবন্ত সিং ও তাঁর ছেলে তরুণদীপ সিংয়ের উপর হামলা চালায়। দিল্লির সরস্বতী বিহার এলাকায় প্রথমে তাঁদের বাড়ি ভাঙচুর করা হয়। পরের দিকে বাবা-ছেলে দু’জনকেই পুড়িয়ে মারা হয়। বুধবার সেই খুনের মামলাতেই দোষী সাব্যস্ত করা হয়েছে কংগ্রেসের প্রাক্তন সাংসদকে।