সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ। ... বিশদ
জানা গিয়েছে, গাড়িটিতে মোট ন’জন যাত্রী ছিলেন। সকলেই নেপালের নাগরিক। পূর্ণকুম্ভে শাহী স্নান সেরে তাঁরা ফিরছিলেন। মধুবনী বাইপাসের কাছে তাঁদের চারচাকা গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। সূত্রের খবর, রাস্তায় তাঁদের গাড়ির সামনে বেপরোয়া গতিতে একটি বাইক যাচ্ছিল। বাইকটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। গাড়িটির গতিবেগ বেশি থাকার কারণে পরে পাঁচবার সেটি রাস্তাতেই উল্টে যায়। দুর্ঘটনার পরই বাইকের চালক ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
পুলিস সূত্রে খবর, মৃতদের মধ্যে রয়েছেন তিন জন মহিলা এবং দু’জন পুরুষ। এক শিশু সহ বাকি চার জন মধুবনীর কাছে একটি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাসিন্দারা স্থানীয় প্রশাসনের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাঁদের দাবি, মধুবনী বাইপাসে অধিকাংশ সময়ই বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে। এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় না।