সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ। ... বিশদ
পুলিস সূত্রে খবর, বাসটি মহারাষ্ট্রের ত্রিমবকেশ্বর থেকে গুজরাতের দ্বারকার উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু গুজরাতের সাপুতারার পাহাড়ি এলাকায় বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ৩৫ ফুট গভীর একটি খাদে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের। মৃতদের মধ্যে রয়েছেন দু’জন মহিলা এবং তিন জন পুরুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় থানার পুলিস আধিকারিকরা। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, কয়েকজনের শরীরে গভীর ক্ষত রয়েছে।
পুণ্যার্থীরা সকলেই মধ্যপ্রদেশের বাসিন্দা বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। উদ্ধারকরীদের একটি দল এখনও ঘটনাস্থলে রয়েছে বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।