সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ। ... বিশদ
অর্থাৎ, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা থেকেই স্পষ্ট যে এখনও ২০ শতাংশ গ্রামাঞ্চলের মানুষ নলবাহিত বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিতই রয়েছেন। পাশাপাশি সীতারামন এদিন এই প্রসঙ্গে বাজেট ঘোষণায় বলেছেন যে, জল সরবরাহের গ্রহণযোগ্যতা এবং দক্ষতা বজায় রাখতে কেন্দ্র আলাদাভাবে রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গেও ‘মউ’ স্বাক্ষর করবে। এদিনের এই ঘোষণাকে যথেষ্টই উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। ২০২৫-২৬ আর্থিক বছরের বাজেট ডকুমেন্ট থেকে দেখা যাচ্ছে যে, জল জীবন মিশন খাতে বাজেট বরাদ্দের পরিমাণ এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। ২০২৪-২৫ আর্থিক বছরে এই খাতে সংশোধিত বাজেট বরাদ্দের পরিমাণ ছিল ২২ হাজার ৬৯৪ কোটি টাকা। ২০২৫-২৬ আর্থিক বছরে জল জীবন মিশন কর্মসূচির বাস্তবায়নে অর্থ বরাদ্দ করা হয়েছে ৬৭ হাজার কোটি টাকা।
জলশক্তি মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে যে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মোট ১৯ কোটি ৩৬ লক্ষ ৯৩ হাজার ৩২৮টি গ্রামাঞ্চলের বাড়িতে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে গত ২৭ জানুয়ারি পর্যন্ত ১৫ কোটি ৪৩ লক্ষ ৭ হাজার ১৬৯টি বাড়িতে তা পৌঁছনো গিয়েছে। এর অর্থ, এখনও দেশের গ্রামাঞ্চলের ৩ কোটি ৯৩ লক্ষ ৮৬ হাজার ১৫৯টি বাড়িতে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা বাকি রয়ে গিয়েছে। তবে এই প্রায় চার কোটি বাড়িতে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে না পারায় দায় প্রধানত অবিজেপি রাজ্যগুলির উপরই ছাড়া হয়েছে।