সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ। ... বিশদ
এমনকী এক্ষেত্রে কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের (ইপিএফও) ‘পে রোল ডেটা’র উল্লেখমাত্রও করা হয়নি। ইপিএফও ‘পে রোল ডেটা’র পরিসংখ্যান থেকে স্পষ্ট হয় যে, সারা দেশের বেসরকারি সংস্থা-প্রতিষ্ঠানে কত নতুন কর্মী নিযুক্ত হয়েছেন। স্বাভাবিকভাবেই এবারের বাজেটে এই প্রসঙ্গ কার্যত এড়িয়ে যাওয়ার বিষয়টিকে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন, দেশের প্রায় এক কোটি নথিভুক্ত ক্ষুদ্র, ছোট ও মাঝারি প্রকল্প কমবেশি সাড়ে সাত কোটি মানুষকে কাজের সুযোগ দিয়েছে। এই সংক্রান্ত ‘উদ্যম পোর্টালে’ নথিভুক্তদের এবার ক্রেডিট কার্ড দেবে মোদি সরকার। এর ঊর্ধ্বসীমা থাকবে পাঁচ লক্ষ টাকা। প্রথম বছরে প্রায় ১০ লক্ষ ক্রেডিট কার্ড দেওয়া হতে পারে। এরই পাশাপাশি এমএসএমই সেক্টরের জন্য ক্রেডিট গ্যারান্টির পরিমাণও বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। লক্ষ্য একটিই। কাজের সুযোগ বৃদ্ধি করা। ২০২৫-২৬ আর্থিক বছরের বাজেটে অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীদের (‘গিগ’ কর্মী) জন্য উল্লেখযোগ্য ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। শনিবারের বাজেট ঘোষণায় বলা হয়েছে যে, দেশের ‘গিগ’ কর্মীদের সামাজিক সুরক্ষা পরিষেবা প্রদান করবে কেন্দ্রীয় সরকার। ই-শ্রম পোর্টালে নথিভুক্তির ভিত্তিতে তাঁদের দেওয়া হবে পরিচয়পত্র। সমাজিক সুরক্ষার পাশাপাশিই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধাও পাবেন দেশের অনলাইন ডেলিভারি কর্মীরা। প্রায় এক কোটি ‘গিগ’ কর্মীর কথা মাথায় রেখেই এহেন সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদি সরকার। এমনই জানিয়েছেন অর্থমন্ত্রী।