সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ। ... বিশদ
অন্যদিকে, অমিত শাহের হাতে থাকা স্বরাষ্ট্র মন্ত্রকের জন্য ২ লক্ষ ৩৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর মধ্যে ১ লক্ষ ৬০ হাজার ৩৯১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জন্য। সর্বাধিক ৩৫ হাজার ১৪৭ কোটি টাকা পেতে চলেছে সিআরপিএফ। বাংলাদেশে চলতি অস্থিরতার প্রেক্ষিতে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি। এই পরিস্থিতিতে বিএসএফের বরাদ্দ বেড়ে হয়েছে ২৮ হাজার ২৩১ কোটি টাকা। চলতি আর্থিক বছরে ২৭ হাজার ৮৯৫ কোটি টাকা পেয়েছে তারা। ২০২৪-২৫ আর্থিক বছর অমিত শাহের মন্ত্রকের জন্য মোট ২ লক্ষ ১৯ হাজার ৬৪৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এর সঙ্গে কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের জন্য ৪১ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।