সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ। ... বিশদ
সংসদে আসার আগে প্রথামাফিক গেলেন রাষ্ট্রপতি ভবনে। বাজেট পেশের আগে প্রথমে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়। তারপর কেন্দ্রীয় মন্ত্রিসভার শিলমোহর। আনুষ্ঠানিক এই পর্ব শেষে লোকসভায় বাজেট পেশ হয়। এটাই হল রীতি। নির্মলাকে এদিন নিজের হাতে রুপোর চামচে রুপোর বাটিতে রাখা পায়েস খাওয়ালেন রাষ্ট্রপতি। সংসদ ভবনের দোতলায় বসল নরেন্দ্র মোদির নেতৃত্বে ক্যাবিনেট।
এদিন বাজেট বক্তৃতা শুনতে লোকসভার গ্যালারিতে দেখা গেল অর্থমন্ত্রীর বাবা মা নারায়ণ সীতারামন এবং সাবিত্রী সীতারামনকে। পাশে কন্যা পারাকলা। মা এলেন হুইলচেয়ারে। বাজেট বক্তৃতা শেষে লোকসভার কক্ষ থেকে স্পিকার গ্যালারিতে পরিবারের লোকজনের দিকে তাকিয়ে হাত নাড়লেন মাদুরাইয়ের মেয়ে নির্মলা। তাঁর দিকে এগিয়ে এলেন প্রধানমন্ত্রী। বাজেট উপহার দেওয়ার জন্য দিলেন বাহবা। সভা থেকে বেরিয়ে তাঁকে মুখোমুখি পেয়ে জানতে চাইলাম, কী বললেন প্রধানমন্ত্রী? জানালেন না। শুধু মুচকি হেসে বললেন, সেটা ছেড়ে দিন। আগে বলুন আপনারা খুশি কিনা?