বিজাপুর: নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ আট মাওবাদী। এনকাউন্টারস্থল থেকে একটি ইনসাস রাইফেল, সিঙ্গেল ব্যারেল গ্রেনেড সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিজাপুর জেলায়। বস্তার রেঞ্জের আইজিপি সুন্দররাজ পি জানিয়েছেন, গঙ্গালুর থানা এলাকার গভীর জঙ্গলে নিষিদ্ধ মাওবাদী সংগঠনের ওয়েস্ট বাস্তরি ডিভিশনের সদস্যরা রয়েছে বলে খবর মেলে। তার ভিত্তিতে সিআরপিএফ, কোবরা, রাজ্য পুলিসের এসটিএফ ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের যৌথবাহিনী মাওবাদী বিরোধী অভিযানে নামে। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ গুলির লড়াই শুরু হয়। ৮ মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। আরও বেশ কয়েকজন নিহত বা জখম হয়েছে বলে অনুমান। গোটা এলাকা ঘিরে তল্লাশি চলছে।
প্রশাসন সূত্রে খবর, চলতি বছরে এপর্যন্ত রাজ্যে ৫০ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। ২০-২১ জানুয়ারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারায় ১৬ মাওবাদী। গত বছর নিষিদ্ধ সংগঠনের সবমিলিয়ে ২১৯ জনকে নিকেশ করেছিল বাহিনী।