মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে ... বিশদ
এই মুহূর্তে দেশের ১০টি রাজ্যে নমামি গঙ্গের আওতায় নিকাশি পরিকাঠামোর উন্নয়নে ২০৩টি প্রকল্প ছাড়পত্র পেয়েছে। সবমিলিয়ে খরচ ধরা হয়েছে ৩২ হাজার ৬১৩ কোটি ২০ লক্ষ টাকা। এই ২০৩টির মধ্যে বাস্তবায়িত হয়েছে ১২৭টি প্রকল্প। অর্থাৎ, এখনও প্রায় ৩৮ শতাংশ প্রকল্প রূপায়িত হওয়া বাকি রয়েছে।
যেখানে দিল্লির সাফল্য নজরকাড়া। ন’টির মধ্যে আটটির কাজ শেষ করে ফেলেছে তারা। বাকি রাজ্যগুলির অবস্থা কী? জলশক্তি মন্ত্রকের সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশে ৭৩টির মধ্যে ৪৬টির কাজ শেষ হয়েছে। উত্তরাখণ্ডে সংখ্যাটা ৪২-এর মধ্যে ৩৬। এদিকে, নমামি গঙ্গের আওতায় বিহারে ৩৮টি প্রকল্প অনুমোদিত হলেও কাজ শেষ হয়েছে মাত্র ১৮টির। মধ্যপ্রদেশে তিনটির মধ্যে একটিও নয়। এমনকী পশ্চিমবঙ্গেও ২৯টির মধ্যে ১৪টি। আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হল দূষণ। বায়ু দূষণ নিয়ে এর আগে আদালতে মুখ পুড়েছে দিল্লির আপ সরকারের। খবরের শিরোনামে উঠে এসেছে যমুনার ভয়াবহ দূষণ। সেখানে নমামি গঙ্গেতে সাফল্য রাজধানীর আপ সরকারের এই সাফল্য উল্লেখযোগ্য।