গুয়াহাটি: রেল স্টেশনেই সন্তানের জন্ম দিলেন মহিলা। সোমবার আগরতলা থেকে রানি কমলাপতি এক্সপ্রেস ধরে বারুনি যাচ্ছিলেন বিহারের বাসিন্দা ওই অন্তঃসত্ত্বা। সঙ্গে তাঁর স্বামী। কিন্তু ট্রেনেই মহিলার প্রসব বেদনা শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁকে গুয়াহাটি স্টেশনে নামার পরামর্শ দেওয়া হয়। স্টেশনে নামার পর বিশেষজ্ঞ চিকিৎসক এবং আরপিএফের মহিলা কর্মীদের সহায়তায় সফলভাবে সন্তান প্রসব করেন ওই মহিলা।
উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলের (এনপিআর) মুখপাত্র কপিঞ্জল কিশোর শর্মা বলেন, প্রসূতি ও সদ্যোজাতকে অ্যাম্বলেন্সে করে গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।