মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে ... বিশদ
পুলিস সূত্রে বলা হয়েছে, এখনও এনকাউন্টার জারি রয়েছে। মাও বাহিনীর গুলির লড়াইয়ের পাল্টা জবাব দিচ্ছে পুলিসও। দাবি করা হচ্ছে, গড়িয়াবন্দ জেলার ওই এলাকায় ৫০ জন মাওবাদী লুকিয়ে থাকতে পারে। তাঁদেরকে পাকড়াও করতে মরিয়া পুলিস।
জানা গিয়েছে, পুলিসের সঙ্গে এই এনকাউন্টার চলাকালীন মৃত্যু হয়েছে জয়রাম ওরফে চলপতি নামে এক মাও কমান্ডারের। তারই মাথার দাম ছিল ১ কোটি টাকা। এছাড়াও, পুলিসের অনুমান সত্যম গৌড়ে নামে অপর এক মাওবাদীও এই এলাকাতেই ঘাপটি মেরে রয়েছে। তার মাথার দাম ধার্য রয়েছে ৫০ লক্ষ টাকা।
পুলিসের তরফে দাবি করা হয়েছে, নিহত ১৪ জন মাওবাদীর দেহ ইতিমধ্যেই উদ্ধার করা গিয়েছে। পাশাপাশি অনুমান করা হচ্ছে, এখনও এনকাউন্টার এবং তল্লাশি অভিযান জারি থাকায় নিকেশ মাওবাদীর সংখ্যা আরও বাড়তে পারে।